কিভাবে বাছাই করবেন সেরা ডোমেইন? সেরা ১৫টি টিপস!!!

কিভাবে বাছাই করবেন সেরা ডোমেইন

ডোমেইন কি?

ডোমেইন হচ্ছে একটি ঠিকানা মাত্র। আপনার অনলাইন ঠিকানা। অনলাইনে আপনার পরিচয় শনাক্ত করণের সহজ উপায়। যে ঠিকানায় আপনাকে বা আপনার ওয়েবসাইটকে খুঁজে পাওয়া যাবে। প্রত্যেকটা বাড়ির যেমন একটি ঠিকানা থাকে তেমনি আপনার অনলাইন ঠিকানা হচ্ছে এই ডোমেইন। 

ডোমেইন কেন গুরুত্বপূর্ণ?

অনলাইনে আপনার উপস্থিতি এই ডোমেইনের মাধ্যমে জানা যায়। একটা ভালো ডোমেইন নেইম আপনার সাইটে ভিজিটর নিয়ে আসতে যেমন সাহায্য করে তেমনি ডোমেইনের বাজে নেইম আপনার সাইটকে ভিজিটর শূন্য করে দিতে পারে। এজন্য ডোমেইন নেইম যেন হয় Top Level Domain বা TLD. অর্থাৎ সেই ডোমেইন যেন .Com, .Net বা .Org এই জাতীয় এক্সটেনশনযুক্ত হয়। আপনার ব্যক্তিগত বা ব্যবসার জন্য একটা ভালো ডোমেইন নেইম পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ডোমেইনের মাধ্যমে মানুষ জানতে পারবে আপনার ব্রান্ডের পরিচয়। তাই আপনাকে ডোমেইন কেনার সময় আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে কিনতে হবে। 

কিভাবে সেরা ডোমেইন পছন্দ/বাছাই করবেন?

১। ইউনিক এবং ব্রান্ডেবল সেরা ডোমেইন বাছাই করুন। 

২। .com ডোমেইন নেয়ার চেষ্টা করুন। তবে

৩। সঠিক ডোমেইন এক্সটেনশন বাছাই করুন আপনার ব্যবসা বুঝে। যেমনঃ .com .net .org বা .info

৪। ডোমেইন যেন মনে রাখা যায় এমন নাম পছন্দ করুন। 

৫। ৭-৮ অক্ষরের বা ১-২ শব্দের মধ্যে ডোমেইন বাছাই করুন। বড় নয়, ছোট ডোমেইন বেশি কার্যকরি। যেমনঃ facebook, twitter, amazon, ebay ইত্যাদি 

৬। ডোমেইন টাইপ করা সহজ এমন ডোমেইন বাছাই করা।

৭। তেমনি উচ্চারণ করা সহজ এমন ডোমেইন নাম পছন্দ করুন।

৮। ডোমেইনে যেন আপনার Niche সম্পর্কিত কিওয়ার্ড থাকে।  যাতে করে ভিজিটর বুঝতে পারে এটা কিসের ওয়েবসাইট।

৯। ডোমেইনে যেন (-) হাইফেন না থাকে। ডোমেইনে হাইফেন থাকলে তা টাইপ করা কঠিন হয়ে যায়।

১০। ডোমেইনে নাম্বার পরিহার করার চেষ্টা করুন। তবে আপনার কোম্পানির নামে যদি নাম্বার থাকে তবে দিতে পারেন। যেমন- 10 minute school

১১। ডোমেইনে ডাবল অক্ষর পরিহার করুন। 

১২। ডোমেইন বাছাই এর জন্য রিসার্চ করুন। ডোমেইন জেনারেটর দিয়ে ইউনিক ডোমেইন খুঁজে বের করুন। 

১৩। who.is থেকে ডোমেইন হিস্ট্রি চেক করে কিনুন। নতুনরা expired ডোমেইন কিনা থেকে বিরত থাকুন।

১৪। ডোমেইন কিনার পর তা lock করা আছে কিনা দেখে নিন। চুরি যাওয়া থেকে ডোমেইনকে রক্ষা করুন।

১৫। কাঙ্ক্ষিত ডোমেইন পেয়ে গেলে, তা কিনতে দেরি করবেন না। তা না হলে অন্যের দখলে যেতে বেশি সময় লাগবে না। তখন আফসোস আর আফসোস করবেন।